বাবা হলো একটি সন্তানের বটবৃক্ষ। বাবাকে দেখেই সন্তান তার সবকিছু গুছিয়ে নেয়ার চেষ্টা করে। কারণ বাবাকে অনুসরণ করে সামনের দিনগুলোতে চলার প্রয়াস। বাবা, সন্তানের মাথার ওপর যার স্নেহচ্ছায়া বটবৃক্ষের মতো, সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় তাকে।
বিশ্ব বাবা দিবস আজ
বাবা দিবসের প্রবক্তা সোনার স্মার্ট ডোডের বাবার মতো বাংলাদেশের ঘরে ঘরে বাবারা রয়েছেন যারা সন্তানকে এমন প্রতিদানহীন ভালোবাসা দিতে পারেন।